Tuesday, May 20, 2014

গ্রামীনফোন এর দারুন অফার। মাত্র 50 টাকায় 500 MB 3G ডাটা

আসসালামু আলাইকুম। আশাকরি ভাল আছেন। আমিও আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে ভালো আছি। তবে অনেক বেস্ত থাকার কারনে আপনাদের বেশি  পোস্ট উপহার দিতে  পারিনা বলে দুঃখিত। তবে চেষ্টা করি জাই লিখি  মানসম্মত ও প্রয়োজনীয় তথ্য উপহার দিতে।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জিপি এর  দারুন অফার মাত্র ৫০ টাকাই ৫০০ এম্বি ৩জি ডাটা
এই ডাটা নেওয়ার জন্য আপনার জিপি সিম থেকে
ডায়াল করুন *৯৯৯*৩#   তাহলে সাথে সাথে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ডাটা। অবশ্যই ব্যালেন্স এ ৫০ টাকার উপরে রেখে (50+15% ভেট) তারপর ডায়াল করবেন ।  যার মেয়াদ থাকবে ১৫ দিন আগামী ২৪ তারিখ পর্যন্ত অফারটি চলবে ।
আপনি  চাইলে মেয়াদ বাড়াতে পারবেন << প্রতি মাসে মাত্র 2 টাকায় GP ইন্টারনেটে এর মেয়াদ বারিয়ে নিন ৩০ দিনের জন্য >> এই পোস্ট টি দেখুন ।

(তবে হা... এই অফার টি তারাই পাবে, যাদের সিমে নিম্নের চিত্রের ম্যাসেজ টি আসেছে। আপনি আপনার মোবাইল এর ম্যাসেজ গুলো এখনি চেক করুন)

এই ম্যাসেজ জারা পাননি তারাও ট্রাই করে দেখতে পারেন। কারন অনেকি পেয়েছে।

আজকে এই পর্যন্তই। ভুলত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টি তে দেখবেন।
আল্লাহ্‌ হাফেজ।


0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।