এবার আপনাকে বলতেই হবে Smartphone এর ব্যাটারীর ব্যাকআপ সত্যিই বাড়ানো সম্ভব ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজ স্মার্টফোন ব্যাবহার কারিদের জন্য নিয়ে এলাম দারুন এক পোস্ট নিয়ে , যা শিরোনাম দেখেই বুঝে গেছেন। হা সত্যিই তাই। Smartphone এর ব্যাটারীর ব্যাকআপ সত্যিই বাড়ানো সম্ভব। Battery Drain সমস্যা Android ব্যবহারকারীদের প্রধান সমস্যা। আপনি কি জানেন শত শত applications এর মধ্যে কোনটি battery draining app ?
নাজানলে জেনেনিন "Battery stats pro" application এর মাধ্যমে।

নিচের ডাউনলোড লিংক থেকে Battery stats pro.apk আপস টি download করুন । ইন্সটল করে ওপেন করুন।

*এটি আপনার ফোনের cpu, data , GPS, sensor ইত্যাদি ব্যবহারের তথ্য দিবে ।
*এটি আপনার ব্যাটারীর লাইফ টাইম দেখাবে ।
* প্রত্যেকটি apps গড়ে কে কি পরিমান ব্যাটারী ব্যবহার করছে তা দেখাবে ।
* সবচেয়ে বেশি draining apps গুলো দেখাবে যা আমাদের জানা দরকার ।
* cloud storage এ আপনি compare করতে পারবেন , অন্য ব্যবহারকারীরা কেমন batterybackup পাচ্ছে ।
১- ২ দিন এটি ব্যবহার করার পর খুজে দেখুন draining apps গুলো । আর অপ্রয়োজনীয় অ্যাপগুলো remove করে ফেলুন ।

ডাউনলোড

Comments