Avast Pro Antivirus, Avast Internet Security, Avast Premier- যার যেটা দরকার নিয়ে নিন, আর নিচ্শিন্ত থাকুন 2050 সাল পর্যন্ত

আমি আপনাদের আজ এ্যাভাস্ট এর সফ্টওয়্যারগুলির ধারনা দেওয়ার পাশাপাশি ডাউনলোড লিংক ও এক্টিভেটর লিংক দিব।

এ্যাভাষ্ট এর সফ্টওয়ারের তুলনাঃ

তথ্যঃ http://www.avast.com/compare-antivirus

ডাউনলোডঃ

  •  প্রথমে এখানে যান।
  •  নিচের দিকে যে Download বক্স আছে আপনার পছন্দ অনুযায়ী ক্লিক করুন।
  •  একবারে নিচে যান। গিয়ে DOWNLOAD A 30-DAY  TRIAL এ ক্লিক করুন।
  •  এরপর যে পেজ আসবে তাতে NO, 30 DAYS ARE FINE এ ক্লিক করুন।
5. ডাউনলোড উইনডো আসবে। একটু দাড়ান। এই ফাইলটি ডাউনলোড দিলে আপনাকে অনলাইন সেটাপ করতে হবে। তাই যদি আপনার পিসিতে ইন্টারনেট কনেকশন না থাকে তবে এখন যে পেজটি আছে সেইটার একবারে নিচে দুটি লাইন আছে। সেই লাইনের শেষে here লেখায় ক্লিক করুন। বুঝতে না পারলে নিচের ইমেজে দেখুন।
6.এবার যে ডাউনলোড উইনডো আসবে তা আপনি নেট ছাড়াই ইনিষ্টল করতে পারবেন।

আর যারা এতো ঝামেলা করতে না চান তারা নিচ থেকে ডাইরেক্ট ডাউনলোড করুন।

ইনিষ্টলঃ

স্বাভাবিক সফ্টওয়ারের মতই ইনিষ্টল করুন। করার পর পিসি রিস্টার্ট দিন।

এক্টিভেটরঃ

এখন আপনি যা করবেন-
  •  প্রথমে আপনার ইনিষ্টল করা এ্যাভাস্ট ওপেন করুন।
  •  Settings > Troubleshooting এ গিয়ে Enable avast Self-Defense Module এর টিক মার্ক  দিন।
  •  এখান থেকে এ্যাক্টিভেটরটি ডাউনলোড করে নিন। পরে আনজিপ করুন।
  •  ফোল্ডারের ভিতরে Crack.exe ফাইলটা রান করান। পাসওয়ার্ড চাইলে ZeNiX দিন।
  •  অবশেষে রিষ্টার্ট দিন। পেয়ে গেলেন  2050 সাল পর্যন্ত লাইসেন্স। Enjoy.

At A Glance:

Avast Download:
Avast Activator Download:
কেমন হলো জানাবেন।

Comments