জেনেনিন, যে যে কাজ গুলো করলে ফেসবুক ব্লক হয়

আসসালামু আলাইকুম। কেমন আছেন Modern Technology এর বন্ধুরা? তবে আশাকরি ভালই থাকবেন। আর আমি ? হা আল্লাহ্‌ পাকের রহ্মতে অনেক ভালো আছি। আজ আপনাদের কাছে Facebook ব্লক সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আশাকরি ভালো লাগবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক।
আধুনিক এই  যুগে ফেসবুকের বিকল্প নেই।
তবে আমরা যারা নতুন ফেসবুক ব্যবহার করি- সামান্য কিছু ভুলের কারনে

এজন্য আমাদের Facebook বাবহারের সময় একটু সচেতন হতে হবে।

এই নিয়ম গুলো মেনে চলুন-
আপনার আকাউন্টে ভুল তথ্য দিলে আপনার আকাউন্ট টি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।
তাই নিজের নাম থেকে শুরু করে সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করুন।
নতুন আকাউন্ট খুলে অনেকে অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। এটা আপনার ফেসবুক ব্লক হওয়ার মূল কারণ।
যারা আপনার পরিচিত  তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর চেষ্টা করুন। না হলে ৫০ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে ভেরিফিকেশন করতে বলবে;
না পারলে ব্লক খাবেন।
যে ছবি দৃষ্টি কটু, এরকম ছবি আপনি আপলোড করলে ব্লক খাবেন নিচ্চিত।
অপিরিচিত কোন বন্ধু আপনার অয়ালে ফটো ট্যাগ করতে চাইলে, আপনি করতে দিবেন না।
শুধুমাত্র পরিচিতদের ফটো ট্যাগ পারমিশন দিবেন।
না হলে ব্লক থেকে বাঁচতেও পারবেন না।
  • তাছাড়া খারাপ ভাষা ব্যবহার করলে, কেউ সেটা রিপোর্ট করলেও আপনি ব্লক হবেন।
এজন্য যতদুর সম্ভব চেষ্টা করুন উপরের কাজ গুলো করা থেকে বিরত থাকতে।
ভুল ত্রুটি গুলো ক্ষমা ও সুন্দর দৃষ্টি তে দেখবেন। আল্লাহ্‌ হাফেজ।

Comments