নষ্ট keyboard বা mouse এর USB তার/Cable ব্যাবহার করে মোবাইল চার্জার (USB) বানান

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন । আজ আমি  আপনাদের দেখাব কিভাবে খুব সহজে মাত্র 10 টাকা খরচ করে একটি USB চার্জার বানানো যায় । আপনি  যে কোন mobile এর  জন্য এটা বানাতে পারবেন  এবং আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে  মোবাইল সহজেই চার্জ দিতে পারবেন।

বাজারে এমন চার্জার পাবেনা যা দিয়ে আপনি ল্যাপটপ থেকে চিকন চার্জার এ চার্জ দিতে পারবেন।
তবে এই পদ্ধতি ব্যাবহার করে আপনি আপনার কম্পিউটার থেকে চিকন পিনে যেকোনো মোবাইল চার্জ দিতে পারবেন। তাছাড়া আপনি আপনার মোবাইল এর চারজিং পোর্ট অনুযায়ী ও চার্জার  বানাতে পারবেন।

  1. একটি  USB Cable । ( নষ্ট keyboard বা mouse এর USB cable হতে পারে
  2. একটি  কনভার্টার  (মোবাইল সামগ্রী বিক্রি করে এমন সব দোকানে ১০/১৫ টাকা দামে পাওয়া যাবে) এটা আপনার মোবাইল এর charging port অনুযায়ী কিনে নিবেন।



  1. আপনার কনভার্টার এবং USB cable এর মাঝ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলুন (নিচের চিত্রে Step 1 দেখুন)।
  2. কনভার্টার টির ২ টি তার বের হবে, ১ টি লাল অন্যটি কালো।
  3. আবার USB cable এর ৪ টি তার বেরর হবে , কালো , লাল থাকবে ২ টি এবং অন্য ২ টি যে  কোন color হতে পারে ।(৪ টির মধ্যে ২ টি কালো এবং লাল অবশ্যই থাকবে)   (নিচের চিত্রে Step 2 দেখুন)
  4. এখন কনভার্টার টির কালো তারের সাথে  USB cable এর কালো তার এবং লাল তারের সাথে লাল টি সংযোগ দিতে হবে  ।   (নিচের চিত্রে Step 3 দেখুন)।
  5. এখন ল্যাপটপ এ USB সংযোগ দিলেই চার্জ হবে ।
ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টি তে দেখবেন। আল্লাহ্‌ হাফেজ।

Comments