অটোরান ভাইরাস ও শর্টকার্ট ভাইরাসের দুর করুন। আপনার কম্পিউটারের স্বাভাবিক গতি বজায় রাখুন। After Death

বন্ধুরা আমরা প্রায়শই কোন না কোন ভুলে বা ভাইরাস সমৃদ্ধ পেনড্রাইভ বা মেমোরি আমাদের কম্পিউটারে প্রবেশ করিয়ে অটোরান ভাইরাস ও শর্টকার্ট ভাইরাস এর কবলে পড়ি। ফলে আমাদের কম্পিউটার হয়ে পড়ে ধীর গতি সম্পন্ন। এই অটোরান ভাইরাস ও শর্টকার্ট ভাইরাসের কবল থেকে মুক্তি দেয়ার উদ্দ্যেশ্যে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন এক কার্যকর স্বল্প ওজনের সফট যা দিয়ে আপনি অটোরান ভাইরাস ও শর্টকার্ট ভাইরাসকে দূর করে দিয়ে আপনার কম্পিউটারের স্বাভাবিক গতি বজায় রাখতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে After Death নামক ছোট সফটওয়্যারকে।  এর পর ইন্সটল করুন এবং ডেস্কটপ আইকনে ক্লিক দিয়ে তা ওপেন করুন। নিচের চিত্রের মত পাবেন-------
 
 ১. এখানে মেমোরি কার্ড বা পেনড্রাইভ সিলেক্ট করুন।
২. Scan এ ক্লিক দিন।
৩. S.H.F এ ক্লিক দিন লুকিয়ে থাকা ফাইলে ভাইরাসকে সনাক্ত করুন এবং ডিলেট করুন
 
বন্ধুরা এটি প্রথমত এন্টিভাইরাস হিসেবে কাজ করবে। এক নজরে এর কার্যক্রমটি দেখে নিন-
autorun virus remover, shortcut virus remover, e5188982.exe virus remover.
 
  • Deleting auto run viruses from flash drives
  • Restoring files hidden by viruses
  • Deleting virus sources in computers to stop the infection cycle
 
তাহলে আজ এই পর্যন্ত। উপভোগ করুন After Death  কে এবং নিরাপদ রাখুন কম্পিউটার, পেনড্রাইভ ও মেমোরি কার্ডকে।
 ডাউনলোড করতে এখানে ক্লিক দিন

Comments