প্লাস্টিকের বাক্স দিয়ে তৈরি করুন “এয়ার কান্ডিশান”

সবাইকে ফাল্গুন মাসের নাতিশীতোষ্ণ শুভেচ্ছা। শীত শেষে গরম কিন্তু উঁকি দেয়া শুরু করেছে। আসন্ন গরম কালের জন্য ঘরে বসে তৈরি করে নিন “এয়ার কান্ডিশান।” খরচ খুব বেশি হবে বা সর্বোচ্চ হলে ৫০০ টাকা
তো আসুন কাজ শুরু করি, এসি তৈরি করতে যে গুলো প্রয়োজন সেগুলো হাতের কাছে রাখুন, উপকরণ গুলো দেখুন।
  • প্লাস্টিকের বাটি,
    CPU Cooler Fan (২টি ১ টি ছোট ১টি বড়),
  • বরফ, ছুরি (বা বাটি কাটার জন্য অন্য ধারালো কিছু)
  • আঠা এবং ৯ ভোল্টের ব্যাটারি।
  • ১ টি সুইচ
কিভাবে সেট করবেন সেটা নিচের ভিডিও তে দেখুন


মাঝে একটা কথা বলে রাখি পোস্টে আমার কোন কৃতিত্ব নেই ,এই পোস্ট টি নিচের সোর্স থেকে কপি করা,

https://www.youtube.com/watch?v=mJPd2x9CJ0Y

ভিডিও টি তে প্লাস্টিকের বাটি ব্যাবহার করা হয় নি, কিন্তু ব্যবহার করা যাবে, আমি RFL এর একটি শক্ত পোক্ত বাটি দিয়ে তৈরি করেছি। নিচের চিত্রের মত যে কোন বাটি দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন



Comments