এবার এন্ড্রয়েড মোবাইল এ চার্জ যাবে খুব কম, চার্জ লাইফ বাড়ান এক অ্যাপ দিয়ে



আমি অনেক অনেক Battery Savar ব্যবহার করেছি কিন্তু কোন একটা দিয়েও মনের সাধ মিটাতে পারিনি। এক এক দিন ফুল চার্জ দিয়ে এক একটা Battery Savar ব্যবহার করে দেখেছি কেমন চার্জ যায়। কিন্তু কোন সুফল পাইনি তারচেয়ে Battery Savar ছাড়াই ভাল চার্জ থাকে।

কিন্তু মন যে আর মানছেই না। জানেন তো, Android ফোনে একদিনও ঠিক করে চার্জ থাকে না। তাই আবার নেটে ঘেটেঘুটে একটা পেলাম যা ব্যবহার করে অবাক হয়ে গেছি। এটা standby 1% ও খরচ হয়না।
মানে আপনি সকালে 52% রেখে দিলে বিকালে 52% ই দেখবেন। বস্তুত এটা আপনার ফোনের standby 1% চার্জও যেতে দিবেনা।
সত্যিই অবিশ্বাস্য একবার ব্যবহার করেই দেখুন।

আর হ্যাঁ এটা আপনার ফোনের হিডেন এপসগুলোও কিল করবে যে গুলো আপনার চার্জ হজম করছে। তার জন্য সফটটি ইনস্টল করলে একটা Optimize নামে widget পাবেন তাতে ক্লিক করলেই হবে।
তাছাড়া আরও Advanced setting আছে যে গুলো আপনি নিজেই করতে পারবেন।

ডাওনলোড লিংক:  এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন

Comments