Friday, September 11, 2015

হেডফোন নেই তো কি হয়ছে । হেডফোন ছাড়াই শুনুন এফএম রেডিও।

অনেক সময় দেখা যাই যে আমাদের হেডফোন ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনার ওই মুহূর্তে এফএম শুনা দরকার। কিন্তু উপায় কি হেডফোন তো ছিঁড়ে গেছে। না আপনি হেডফোন ছাড়াই শুনবেন এফএম রেডিও।
আপনি সিগারেট এর একটা খালি প্যাকেট খুজে নিন। ওইটার ভিতর যে সিলভার এর তৈরি কাগজ আছে তা বের করে নিন। তারপর ওই কাগজ গোল করে ভাঁজ করে মোবাইল এর হেডফোন এর জায়গায় ঢুকিয়ে দিন। এবার দেখুন মজা। আপনার মোবাইল টি হেডফোন এর লাইন পেয়েছে।

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।