Friday, December 18, 2015

কম্পিউটার ভালো রাখতে কয়েকটি বিষয় জানুন এবং মানুন।

নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।

 হার্ডডিস্কে কম জায়গা নিয়ে (লো ডিস্ক স্পেস) নিয়ে কম্পিউটার চালানো ঠিক নয়। দরকার হলে নতুন আরেকটি হার্ডডিস্ক কিনে ফেলুন।
  • কম্পিউটারের গতি বাড়াতে কন্ট্রোল প্যানেলের অ্যাড অর রিমোভ পোগ্রামসে গিয়ে ফাইল আনইন্সস্টল করুন।
    হার্ডডিস্ক থেকে ফাইল ডিলিট করলে তা সম্পূর্ণভাবে মুছে যায় না।
  • অপারেটিং সিস্টেম বারবার সেটাপ করবেন না, কারণ এতে কম্পিউটারের গতি কমে যায়। তা ছাড়া এতে মাদারবোর্ডের ওপরও অনেক চাপ পড়ে। সব মিলিয়ে কম্পিউটারের গতি কমে যায়।

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।