কি ভাবে ‘ব়্যানসমওয়্যার’ থেকে বাঁচতে পারবেন










আসসালামু আলাইকুম
দাবানলের থেকেও দ্রুত। পরমাণু অস্ত্রের থেকেও মারাত্মক। দিকে দিকে ছড়িয়ে পড়ছে। কেউ জানে না কখন কোথায় চুপিসাড়ে হামলা করে দিচ্ছে। গোটা বিশ্বেই এখন আতঙ্কের নয়া নাম ‘ব়্যানসমওয়্যার’। শোনা যাচ্ছে, ভয়ঙ্কর এই ভাইরাস হামলার এই আঁচ থেকে বাদ যায়নি বাংলাদেশ, ভারতও।
মারাত্মক এই ভাইরাসের হাত থেকে বাদ নেই ব্যক্তিগত ডেস্কটপ, ল্যাপটপগুলিও। তাই আগে থেকেই সাবধান হোন। জেনে রাখুন এমন কিছু উপায়। যার মাধ্যমে আপনি ও আপনার ইন্টারনেট পরিষেবা থাকবে সুরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন –
> অবিলম্বে নিজের অপারেটিং সিস্টেম আপগ্রেড করুন। কারণ দেশ-বিদেশের খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, তা থেকে বলা যায় ভাইরাসের সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে পুরনো অপারেটিং সিস্টেমগুলি থেকেই।

Comments