Thursday, May 11, 2017

আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক কে আর শক্তিশালি করে তুলার উপায় কোন প্রকার অ্যাপ ছারাই।

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন
আশা করি ভালো ।
প্রচুর টাকা খরচ করে দামি ফোন
কিনেছেন। ভেবেছিলেন যেখানে,
সেখানে ফোনে ইন্টারনেট ব্যবহার
করে, দেশের যেকোনো জায়গা থেকে
ফোনে কথা বলে সবাইকে চমকে
দেবেন। কিন্তু ফলাফল হল উল্টো।
মাঝে মাঝেই দেখছেন, আপনার
ফোনে নেটওয়ার্ক থাকছে না। কথা
বলতে বলতে হঠাৎই গায়েব ! নেটও
চলছে না।
সঙ্গে সঙ্গে পুরো দোষটা গিয়ে
পৌঁছায় নেটওয়ার্ক কোম্পানির ওপর।
কিন্তু জানেন কি? সব সময় নেটওয়ার্ক
কোম্পানির জন্যই নেটওয়ার্ক চলে
যায় না। অনেক সময়ই আপনার ফোনের
কারণেও তা চলে যেতে পারে। তা
যতই দামি ফোন হোক না কেন। তবে
এমন কিছু কায়দা রয়েছে, যা মেনে
চললে নেটওয়ার্ক থাকবে সবসময়।0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।