Sunday, May 14, 2017

মোবাইল বন্ধ না করেই বিনা খরচে ইনকামিং কল আসা বন্ধ করুন একটি পদ্ধতিতে
আসসালামু আলাইকুম
কেমন আছেন আশা করি ভালো
মনে করেন আপনি কোন একটা জরুরি মিটিং এ আছেন, মোবাইল চালু রাখতে চাচ্ছেন কারণ সময় দেখা লাগতে পারে আবার প্রয়োজনে কলও করা লাগতে পারে।কিন্তু আপনি চাচ্ছেন কোন কল যেন আপনার না আসুক এবং কোন এসএমএস না আসুক এরকম একটা ব্যবস্থা করে রাখতে:এটা খুবই সহজ একটা ব্যাপার।

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।