Sunday, May 7, 2017

একটি এপ ডিলেট করে ফোনের চার্জের ক্ষমতা বাড়িয়ে নিন।
অ্যান্ড্রয়েড ফোনে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে? একটি অ্যাপ্লিকেশন আনইনস্টল বা সরিয়ে দিলেই ব্যাটারির আয়ু ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। এ ছাড়া ফোনের কার্যক্ষমতা আরও দ্রুত হবে। ফোনের চার্জখেকো আর ফোনকে ধীরগতির করে দেওয়া এই অ্যাপ্লিকেশনটির নাম ফেসবুক।
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রালের লেখক রাসেল হলি প্রথম অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর ও চার্জ বেশিক্ষণ ধরে রাখার কৌশলটির সন্ধান পান। তাঁর ভাষ্য, অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী শুধু একটি অ্যাপ সরিয়ে ফেলেই ফোনের গতি বেড়ে যাওয়ার ও ব্যাটারি বেশিক্ষণ চলার প্রমাণ পেয়েছেন।


0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।