যেভাবে থানায় জিডি করবেন। নিয়ম-কানুন ও একটি নমুনা কপি দেখে রাখুন

আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো কিভাবে থানায় জিডি করতে হয় ও তার একটা কপি দিলাম যাতে করে সকলের বুঝতে  সুবিধা হয়।



































জিডির একটি নমুনা কপি:


বরাবর                                                                                                           তারিখঃ ………………
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

                                 বিষয় : সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।

জনাব,

আমি নিম্ন স্বাক্ষরকারী নাম: …………………………………
বয়স : ………………………………………………………
পিতা/স্বামী : ………………………………………………..
ঠিকানা : …………………………………………………….

এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ ……………. সময় …………….জায়গা থেকে  আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা :  (যা যা হারিয়েছে)

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

বিনীত

নাম:

ঠিকানা:

মোবাইল নম্বর:


আশা করছি পস্টি আপনাদের উপকারে আসবে। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। পোস্টি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আরো নতুন নতুন আমাদের ব্লগে চোখ রাখুন।

Comments