মোবাইলে অটো হেডফোন কানেক্ট সমস্যার সমাধান automatic headphone signal repair - Abdullah Al Masud Vai

আসসালামু আলাইকুম আশা করছি সকল মোবাইল রিপেয়ারিং টেকনিসিয়ান ভাইয়েরা ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছি। আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব যা মোবাইল রিপেয়ারিং এর টেকনিশিয়ানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকের টপিক মোবাইলে অটো হেডফোন কানেক্ট সমস্যার সমাধান। বন্ধুরা আমরা যারা মোবাইল রিপেয়ারিং করি তাদের কাছে প্রায় সময়ই এই ধরনের মোবাইল আসে যার হেডফোন কানেকশন করা থাকে। অর্থাৎ মোবাইলে হেডফোন চিহ্নটি উঠে থাকে। যা দেখলে মনে হয় আপনি হেডফোন লাগিয়ে রেখেছেন মোবাইলে। কিন্তু প্রকৃতপক্ষে মোবাইলে কোন হেডফোন লাগানো হয়নি তবুও হেডফোনের চিহ্নটি মোবাইলে উঠে থাকে। যার কারণে মোবাইলে কোন গান অর্থাৎ অডিও ভিডিও শোনা যায় না। এছাড়াও কল করলে লাউড স্পিকার ছাড়া কথা শোনা যায় না। আজকের পোস্টে আমরা এই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এই সমস্যাটি মূলত সার্ভিসিং করা শিখার আগে সমস্যাটি কেন হয়, কি কারনে হয় এই বিষয়ে জানা অত্যন্ত জরুরী। এরপর আমরা এ step-by-step কিভাবে সমাধান দিতে হয় তা দেখব। তো বন্ধুরা এই বিষয়গুলো মূলত লিখে বোঝানো অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। তাই একটি ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য যেন সুন্দরভাবে বুঝতে পারেন এবং দেখে কিছু শিখতে পারেন। মোবাইল সার্ভিসিং শিখতে আমাদের ভিডিও গুলো আপনাদের যথেষ্ট ভূমিকা পালন করবে। তো বন্ধুরা চলুন আমরা নিচের ভিডিওটিতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে। তবে একটা কথা অবশ্যই ভিডিওটি ট্রেনে দেখবেন না কারণ এখানে এমন কিছু ইমপর্টেন্ট কথা আছে যা আপনার জীবনে হয়তো কোন না কোন কাজে লেগে যেতে পারে। তাছাড়া ট্রেনে দেখলে আপনি অনেক কিছুই বুঝে উঠতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি চলুন দেখা যাক।

ভিডিওটি দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করে ইউটিউব থেকে দেখুন।
এ ধরনের আরো ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন। ফ্রিতে মোবাইল সার্ভিসিং শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করে ডান পাশে লাল চিহ্নিত সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করুন এবং তার ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তাহলে আমাদের প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিং এর নতুন নতুন আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন। বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করবেন। এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Comments