বেহেশতের আয়তন

আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেছেন-
উচ্চারণ- ওয়া সারিঊ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আব্দুহাস সামাওয়াতু ওয়াল আরদ।
অর্থঃ- আপন প্রভুর নিকট ক্ষমা চাও এবং ঐ বেহেশত পাওয়ার জন্য দৌড়াতে থাক, যার প্রস্থ হবে আসমান ও যমীনের প্রস্থের সমতুল্য। উল্লিখিত আয়াতে বেহেশতের শুধু প্রস্থরই বর্ণনা দেয়া হয়েছে, দৈর্ঘ্যের কোন উল্লেখ করা হয়নি।
সাহাবাদের মধ্যে প্রধন মোফাসসের হযরত ইবনে আব্বাস (রাঃ)উক্ত আয়াতের তাফসীরে বলেছেন, সপ্ত আসমান একত্রে  যদি পাশা পাশি রাখা হয় তাহলে যতটুকু চওড়া হবে, আল্লাহ্‌ তা আলার বেহেশতের প্রস্থও ততটুকু।
  সূত্রঃ (মৃত্যুর আগে ও হাসরের পরে, পৃঃ 129)

বাকি পর্ব গুলো পড়ুন



Comments