লংগদুতে ইঞ্জিন চালিত বোট থকে পানিতে পড়ে রুবেল নামের যুবক নিখোঁজ

রাঙামাটির লংগদুতে  ইঞ্জিন চালিত বোট থেকে হ্রদের পানিতে পড়ে মোঃ রুবেল নামে এক যুবক নিখোঁজ হয়েছে। হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হওয়া যুবক লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউচপুর ফরেস্ট টিলা এলার মৃত নুরনবীর ছেলে।
সোমবার, এলাকাবাসীরা জানায়,  মোঃ রুবেল সে তার ইঞ্জিন চালিত বোট চালিয়ে নৌ-পথে রাঙামাটি সদর থেকে  লংগদুতে আসছিলো। বিকাল আনুমানিক চারটার সময় উপজেলার কাট্টলীবিল সংলগ্ন জোড়াটিলা এলাকায় পৌছলে হঠাৎ মাথা ঘুরিয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। তার বোটের ভিতর থাকা একজন যাত্রী এঘটনা দেখে সে বোটটিকে ঘুরিয়ে তাকে উদ্ধার জন্য যাওয়ার  আগেই হ্রদের পানিতে তলিয়ে যায়।

এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা খবর পেয়ে ঐএলাকায় অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ইঞ্জিনবোট চালক রুবেল এর মৃগী রোগ ছিল এবং সে কারনে মাথাঘুরে পানিতে পড়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারনা।

 এব্যাপারে লংগদু থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এস আই মহিউদ্দিন জানান, "এধরনের কোন সংবাদ থানায় আসেনি।" "সংবাদ পেলে আপনাকে জানানো হবে" বলে তিনি জানান।   

মোঃআলমগীর হোসেন

 তারিখ-৮/৭/১৯

Comments