এবার GP সিম দিয়ে ফ্রী ইন্টারনেট চালান যেকোনো মোবাইলে কোন ধরনের সমস্যা ছাড়া। GP Free internet (07-05-2914)
আসসালামু আলাইকুম। আজ জিপি সিম এ সহজে ফ্রী ইন্টারনেট চালানুর নতুন কিছু অপেরা মিনি নিয়ে হাজির হয়েছি। এবং কিছু টিকস শেয়ার করছি। কিছুদিন আগে এই নিয়ে একটা পোস্ট করেছিলাম। ঐ ফ্রী ইন্টারনেট এর পোস্টে যে অপেরা মিনি দেয়া হয়েছিল তা অনেকের মোবাইলে সাপোর্ট করে নি। তাই আজ নতুন কিছু মডিফাই করা অপেরা মিনি এবং সেটিং দিচ্ছি। যা আপনার সকল মোবাইলে সাপোর্ট করবে। এই পোস্ট টা আর আগেই শেয়ার করতে পারতাম। কিন্তু Modern Technology এর দুজন অপারেটর ( ভাগিনা+ছুট ভাই) বেড়াতে যাওয়ায় আমার উপর কাজের চাপ টা একটু বেড়ে যায়। তাই ফ্রী ইন্টারনেট এর মডিফাই করা opera mini গুলো পরিক্ষা নিরিক্ষা এবং আপলোড করতে সময় একটু বিলম্ব হয়ে যাওয়ায় আমি দুক্ষিতি।
তাহলে আর দেরি না করে আপনার মোবাইলে ফ্রী ইন্টারনেট চালু করে ফেলুন।
সিম
আপনার GP সিমে একটা প্যাকেজ একটিভ করুন। সিমে মেয়াদের জন্য। যেমনঃ 9MB প্যাকেজ একটিভ করতে আপনার GP সিমে 7 টাকা রেখে ডায়াল করুনঃ- *111*6*1# এবং নির্দেশনা ফলো করুন......
(ক) ডিভাইস অনুযায়ী অপেরা
প্রথমে এখানে ক্লিক করে আপনার ডিভাইস অনুযায়ী অপেরা মিনি ডাউনলোড করে ইনস্টল দিন।
operamini 8 for symbian
আপনার মোবাইল অনুযায়ী সেটিং করে নিন
অ্যান্ড্রয়েড ট্রিক্স
তাহলে আর দেরি না করে আপনার মোবাইলে ফ্রী ইন্টারনেট চালু করে ফেলুন।
সিম
আপনার GP সিমে একটা প্যাকেজ একটিভ করুন। সিমে মেয়াদের জন্য। যেমনঃ 9MB প্যাকেজ একটিভ করতে আপনার GP সিমে 7 টাকা রেখে ডায়াল করুনঃ- *111*6*1# এবং নির্দেশনা ফলো করুন......
(ক) ডিভাইস অনুযায়ী অপেরা
প্রথমে এখানে ক্লিক করে আপনার ডিভাইস অনুযায়ী অপেরা মিনি ডাউনলোড করে ইনস্টল দিন।
operamini 8 for symbian
আপনার মোবাইল অনুযায়ী সেটিং করে নিন
অ্যান্ড্রয়েড ট্রিক্স
প্রথমে একটি কনফিগারেশন তৈরি করতে হবে। নিচে লক্ষ করুন =>>
name: modern
apn: gpinternet
proxy: 141.0.11.241
Port: 80
apn: gpinternet
proxy: 141.0.11.241
Port: 80
যদি উপর থেকে ডাউনলোড না করে থাকেন operamini 7.5 .apk মডিফাইড অপেরাটা ডাউনলোড করুন।
এবার ইন্সটল দিন। ইন্সটল করার পর কনফিগারেশন প্রক্সিটা পরিবর্তন করতে হবে। (নিচে লক্ষ করুন)
141.0.11.241 এর স্থানে
141.0.11.253 দিন।
আর ফ্রি চালান ।কোন টাকা এমবি রাখবেন না ।থ্রিজি প্যাক কিনলে থ্রিজি স্পীড পাবেন।
আর ফ্রি চালান ।কোন টাকা এমবি রাখবেন না ।থ্রিজি প্যাক কিনলে থ্রিজি স্পীড পাবেন।
প্রথমে নিচ থেকে জাবার কনফিগারেশন টা নামিয়ে ডিফল্ট হিসাবে একটিভ করুন ।
A/c name= modern
apn=gpinternet
proxy= 141.0.11.253
port=80
apn=gpinternet
proxy= 141.0.11.253
port=80
এবার নিচ থেকে অপেরা মিনি গুলো নামান।
ব্যস এইবার ফ্রি চালান।
এটাতে এমনিতেই বড় ফাইল নামবে। অন্যথায় Hideme.be প্রক্সি ব্যবহার করুন ।
এটাতে এমনিতেই বড় ফাইল নামবে। অন্যথায় Hideme.be প্রক্সি ব্যবহার করুন ।
নোকিয়া ডুয়েলে মোড সফট চলেনা ।তাই সান্তনা ট্রিক ব্যবহার করুন ।প্রথমে নিচ থেকে কনফিগারেশনটা নামান।
এবার এটা চায়না ফোনে পাঠিয়ে আবার আপনার ফোনে আনুন ।একটি কনফিগারেশন আসবে সেটা সেভ করুন ।এবং সেটিং থেকে কনফিগারেশনে গিয়ে ডিফল্ট হিসাবে একটিব করুন ।নিচে টাচ ও নন টাচ দুই ধরনের ট্রিক দিচ্ছি ।
নন টাচ ফোনের ট্রিকঃ
এবার জিরোতে চাপ দিয়ে ধরুন ।একটি পেইজ আসবে ।সেখানে ফাকা জায়গাতে সাইট লিখে GO চাপুন ।
টাচ ফোনে তো আর 0 বাটন নাই =। তাই উপরের প্রোব ফাইল একটিব করে নকিয়া ব্রাউজার গিয়ে লিখুন
Gpstream.mobi
একটা প্রক্সি পেইজ আসবে। সেখানে ফাকা জায়গাতে সাইট লিখুন। আর ফ্রি চালান ।কেউ কপি করবেন না ।
আপনি একটু চালাকি করতে পারলে এই মোবাইল অপেরা কম্পিউটার এ ও চালাতে পারবেন। রাত 1 টা 50 মিনিট। এখন আর সময় নেই পরে আবার কথা হবে। কার বুঝতে কোন সমস্যা হলে কমেটে জানাবেন।
ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেকবেন। আল্লাহ্ হাফেজ।
Gpstream.mobi
একটা প্রক্সি পেইজ আসবে। সেখানে ফাকা জায়গাতে সাইট লিখুন। আর ফ্রি চালান ।কেউ কপি করবেন না ।
আপনি একটু চালাকি করতে পারলে এই মোবাইল অপেরা কম্পিউটার এ ও চালাতে পারবেন। রাত 1 টা 50 মিনিট। এখন আর সময় নেই পরে আবার কথা হবে। কার বুঝতে কোন সমস্যা হলে কমেটে জানাবেন।
ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেকবেন। আল্লাহ্ হাফেজ।
Comments
Post a Comment
আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।