আসসালামুয়ালাইকুম। কেমন আছেন বন্দুরা? আশা করি ভাল আছেন।আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।
প্রতিদিনি আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু দেয়ার জন্য। তাই আমি চাচ্ছি আপনাদেরকে আজকেয়ও একটি বিশেষ সফটওয়্যার উপহার দিব।
নাম দেখেই হয়তো বুঝতে পেরেছেন অনেকে।
যাই হোক কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি। কোন কিছু পড়ার জন্য আমরা PDF ফাইলটিতেই পড়তে পছন্দ করি।
এমন কিছু PDF ফাইল আছে যেগুলো আসল লেখা কিন্তু কপি করা যায়না।
কিন্তু আমাদের অনেকেরেই জানা নেই যে এগুলো আসলে পাসওয়ার্ড দেয়া। কিন্তু আমাদের অনেক সময় এই লেখাগুলোকে কপি
করার প্রয়োজন হয়।কিন্তু লেখা গুলো কপি না হওয়ার কারনে অনেক সময় মাথা খারাপ হয়ে যায়।
আমি নিজেও অনেকবার এই ধরনের সমস্যায় পরেছিলাম। অনেক দিন ধরে খোঁজা খুজি করার পর একটা সমাধানের বেবস্তা করতে পারলাম।
সেই সমাধানটাই এখন আপনাদের সাথে শেয়ার করছিPDF Password Remover। সফটওয়ার টির নাম
“Wondershare ” PDF Password Remover
মজার ব্যাপার এত ছোট একটা সফটওয়ার মাত্র ৪.৭২ এমবি। Serial Key সহ দিলাম।
আপনি যদি মনে করেন সফটওয়্যারটি আপনার দরকার তাহলে ডাওনলোড করে নিতে পারেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে প্রথমে এখানে ক্লিক করুণ।
নতুন একটি পেজ আসলে পেজের ডান পাস থেকে Skip লেখায় ক্লিক করুণ।
এবার ডাউন করে এনজয় করুণ।
Comments
Post a Comment
আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।