ফ্রী ইন্টারনেট এর মাধ্যমে যেকোনো সাইট ব্রাউজ করুন। https সাইটে ঢুকার উপায়



 আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাব কিভাবে ফ্রী ইন্টারনেট এর মাধ্যমে যে কোন সাইট ব্রাউজ করা জায়। আমরা এই ব্লগে অনেক গুলো ফ্রী ইন্টারনেট চালানুর পদ্ধতি দিয়েছি।
এই ফ্রী ইন্টারনেট এর মাধ্যমে https সাইট গুলো ব্রাউজ করা যায়না। যেমনঃ Facebook, gmail ইত্যাদি সাইট গুলো ব্রাউজ করা যায়না।
 আজ আপনাদের কিছু টিপস দিব জার মাধ্যমে ফ্রী ইন্টারনেট এর মাধ্যমে যেকোনো সাইট ব্রাউজ করা যাবে।


***তাহলে শুরু করা যাক ***

প্রথমে জারা ফ্রীতে ইন্টারনেট চালু করেননাই তারা এখানে ক্লিক করে ফ্রী ইন্টারনেট চালু করেনিন।
এবং যেকোনো সাইট ব্রাউজ করতে নিচের স্টেপ গুলো অনুসরন করুন।
*****************
যে লিঙ্ক গুলোর আগে Http:// থাকে শেসব সাইট গুলো সাবাভিক নিয়মেই ব্যাবহার করতে পারবেন।
আর যেসব সাইটে আপনি ঢুকতে পারেননা ( মানে https:// সাইট গুলো ) শেসব সাইট ব্রাউজ করতে http://www.sslpro.org  সাইটে প্রবেস করেন এবং একটি URL: নামে বক্স পাবেন, ওই বক্সে আপনি যে সাইটটি ব্রাউজ করতে চান সেই সাইটের এড্রেস লিখুন এবং Go তে ক্লিক করুন।
এবং আরামে https:// সাইট গুলো ব্রাউজ করুন।
( কিছু কিছু সাইট সমস্যা করতে পারে)
 ********************

Google এ কোন কিছু সার্চ করতে চাইলে নিচে দেয়া আইপি গুলো থেকে যেকোন একটি আইপি কোপি করে এড্রেসবারে দিয়ে এন্টার চাপুন।
 173.194.113.17
173.194.33.32
173.194.33.33
173.194.33.34
173.194.33.35
173.194.33.36
173.194.33.37
173.194.33.38
173.194.33.39
173.194.33.40
173.194.33.41
173.194.33.42


** আবার **
উপরে বর্ণিত পদ্ধতি ছাড়াও Gmail ও Facebook ব্যাবহার করতে পারবেন সাভাবিক নিয়মে।
সেক্ষেত্রে নিচের নিয়ম গুলো অনুসরন করতে হবে।

আমারা যখন ফেসবুক বা জিমেইল এ ঢুকি তখন প্রথম থেকেই  https সাইট দেখায়। এটা সব বড় জনপ্রিয় সোশিয়াল নেটওয়ার্ক গুলো data encryption বা তথ্য নিরাপত্তার জন্য ব্যাবহার করে । যদি আপনার নিজস্ব পিসি এবং নেট না থকে তবে নিচের পদ্ধতি গুলো ব্যাবহার না  করার অনুরোধ রইল। কারন এতে আপনার তথ্য hack বা চুরি হবার আশংকা বেড়ে যায় ।তাই নিজ দায়িত্বে কাজ গুলো করবেন

Gmail ব্যাবহার করতে
প্রথমে আপনি ফ্রী ইন্টারনেট বেতিত (টাকা দিয়ে কিছু MB কিনে) Gmail এ ঢুকে একটা সেটিং পরিবর্তন করতে হবে।
পরিবর্তন করার পর আপনি জিমেইল সাভাভিক নিয়মে ব্যাবহার করতে পারবেন।
মানে... https ছাড়া জিমেইল ব্যাবহার করতে আপনি Google Chrome এর পরিবর্তে Firefox ব্রাউজার ব্যাবহার করতে হবে।

এজন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট এ ঢুকে ডানে কোণে gear চিহ্ন টিতে ক্লিক করতে হবে ওখান থেকে setting > General tab আসবে ।

এখানে উপর থেকে নিচে ৫ নাম্বার সারিতে  Browser connection: Don't always use https এ টিক চিহ্ন দিয়ে Save Changes দিন ।

এখন https://mail.google.com এর পরিবর্তে http://mail.google.com ব্যাবহার করতে পারবেন


Facebook ব্যাবহার করতে

বর্তমান নিয়মে ফ্রী ইন্টারনেট চালিয়ে ( ispace সফটওয়্যার টি দিয়ে) ফেসবুক ব্রাউজ করতে হলে আপনার ফেসবুক আকাউন্ট টির  Account Setting > Security > Secure Browsing এ গিয়ে

Browse Facebook on a secure connection (https) when possible
এ টিক চিহ্ন টি তুলে দিন । আপনার পাসওয়ার্ড চাইলে দিবেন এবং Save

Changes এ ক্লিক করবেন ।

এখন https://  এর পরিবর্তে  http://www.facebook.com দিয়ে আপনার  আকাউন্ট টি ব্যবহার করতে পারবেন ।

আজ এ পর্যন্তই আমরা চেষ্টা করছি এই ফ্রী ইন্টারনেটর আরো বিভিন্ন সমস্যার সমাধান এবং আরো সহজ ভাবে ফ্রী ইন্টারনেট ব্যাবহারের পদ্ধতি দেয়ার।
আমরা বিভিন্ন উপায়ে জানা মাত্র এই ব্লগে প্রকাশ করি তাই চোখ রাখুন এই ব্লগেই। এবং ফ্রী ইন্টারনেট সম্পর্কে আরো নতুন নতুন তথ্য বিস্তারিত জান্তে এখানে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।

Comments