ইন্টারনেট এর গতি দিগুন করার ১০০% কার্যকারী টিপস

মডার্ন টেকনোলজির বন্ধুরা আমার সালাম ও আন্তরিক ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আর এটাই আমার কাম্য। আমি এখন যে পোস্টটি লিখছি এটি আপনাদের অনেক উপকারে আসবে। বর্তমানে আমরা প্রতিটা মানুষই কমবেশি ইন্টারনেটের সাথে জরিয়ে পড়ছি। আর এই ইন্টারনেটের জগতে যদি নেট হয় ধীর গতি সম্পন্ন তাহলে কি আর মাথা ঠিক থাকে ? এমন অনেক জায়গা আছে যেখানে নেট মাত্র 2G স্প্রিট ছাড়া আর কিছুই আশা করা জায়না। এমন অনেকেই আছেন জারা টাকা বেসি দিয়ে হলেও স্পীড বেসি চান।
 যাইহোক এখন সরাসরি কাজে চলে আসি।
ব্যাবহার করতে আপনার যেগুলো লাগবেঃ- ১। একটি কম্পিউটার।
                                                    ২। ২টি ইন্টারনেট ডাটা(MB) সহ মডেম/ মডেম হিসেবে ব্যাবহার করা যায় এমন ফোন  হলেও চলবে।
                                                   ৩। Wingate নামে একটি সফটওয়্যার।
                                                    ৪। আর সামান্য কিছু বুদ্ধি।

কাজের পদ্দতিঃ- ১। প্রথমে ২ টি মডেমের Driver ইন্সটল দিন ।  এবার ২ টি মডেমের জন্য ২ টি Dial up Connection তৈরি করুন ।
Dial up Connection তৈরি করার জন্য নিচের ধাপগুলো ফলো করুন ।

Settings>> Control Panel>> Network Connections>> Create New network connections>> next>> Connect to the internet >> Set up my connection manually >> connect using a dial up modem >> ISP name এ GP 1 >>  Phone no দিন *99# >>  next>> finish .

অনুরুপভাবে আর একটি Dial up Connection তৈরি করুন শুধু চেনার সুবিধার্থে নাম দিন GP 2 . অর্থাৎ নিচের মত-

Settings>> Control Panel>> Network Connections>> Create New network connections-next>> Connect to the internet >> Set up my connection manually >> connect using a dial up modem >> ISP name এ GP 2 >> Phone no দিন *99# >>  next>> finish .

এখন GP 1 এবং GP 2 এ APN সেটিং করবেন যেভাবে ।

Settings>> Control Panel>> Phone and modem options এ Country>>  Bangladesh এবং Area Code >> 1000  দিন ।

২ টি মডেম পিসিতে লাগান ।
Settings>> Control Panel>> Phone and modem options এ যান ।

Modem এ ক্লিক করুন । GP 1 সিলেক্ট করুন । Properties এ যান । Advanced এ ক্লিক করুন । Extra initialization command এ নিচের মত  লিখুন।
অনুরুপভাবে GP 2 সিলেক্ট করুন । Properties এ গিয়ে Advanced এ ক্লিক করুন । Extra initialization command এ নিচের মত  লিখু।

AT+CGDCONT=1,"IP","gpinternet"

বলে রাখা ভাল অন্য অপারেটর হলে GP Internet এর পরিবর্তে তাদের apn দিন ।

আপনার পিসিতে ২ টি Dial up Connection প্রস্তুত ।

২।  এখান ক্লিক করে Wingate Download করে নিচের মত ইন্সটল দিন । ইন্সটল দেওয়ার সময় যেকোন ১ টি মডেম যেন কানেক্ট থাকে ।

a) "I agree" তে ক্লিক করুন ।

b) Configure this Computer as the Wingate Server এ ক্লিক করুন ।
 c) ২ বার Next ক্লিক করুন  । আপনার পছন্দ মত ফোল্ডারে  install দিন ।

d) Use the operating system (Windows) user database এ ক্লিক করুন ।

e) Install ENS (recommended) সিলেক্ট করে Next এ ক্লিক করুন ।

f) Auto update টিক তুলে দিন ।

g) Activate button এ ক্লিক করুন । Request a trial for any product সিলেক্ট করে Next এ ক্লিক করুন । সমস্যা হলে active by email সিলেক্ট করে Next এ ক্লিক করে finish করুন । এক কথায় আপনাকে ৩০ দিনের trial license নিতে হবে । পিসি Restart দিন ।
 h) Taskbar এ Wingate এর ২ টি icon দেখতে পাবেন সেখানে ডাবল ক্লিক করুন । যদি আইকন না দেখায় তাহলে Start >> Programs >> Wingate >> Wingate VPN Manager ক্লিক করুন । বলে রাখা ভাল যদি পূর্বে license না পেয়ে থাকেন এখন license active করুন । এটি অনলাইনে active হয় তাই কানেকশন যে চালু থাকে । use current windows login এ টিক দিন ।



 i) Gatekeeper window তে Service ক্লিক করুন । "WWW Proxy service" রেখে বাকি সব service কীবোর্ড এর Delete চেপে Delete করে ফেলুন ।


 j) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন । Service Port দিন - 80 .  ok  ক্লিক করুন ।



k) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন । বামপাশে  Bindings এ ক্লিক করুন । Bind only to 127. 0. 0. 1 on MS TCP Loopback interface এ টিক দিন ।

 l) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন ।"Gateways" এ ক্লিক করুন । "Connection Scheme" এ "Use all specified connections in rotation" সিলেক্ট করুন । "Add এ ক্লিক করুন । এক এক করে  GP 1 এবং GP 2 Add করুন । দুই টিতে যেন "Any gateway" , "Any IP address" are checked already. টিক দেওয়া থাকে ।

"Dial this connection if it is not connected" টিক তুলে দিন । ok  ক্লিক করুন । উপরে Save এ  ক্লিক করুন ।

 m) Firefox  এবং IDM এ Manual Proxy configuration করুন । Proxy- 127. 0. 0. 1 , Port-80

সব সেটিং শেষ । এবার পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ উপভোগ করার পালা ।

১। GP 1 এবং GP 2 কানেক্ট করুন ।

২। Wingate এর আইকন ২ টি তে ক্লিক করে / চালু করে মিনিমাইজ করে রাখুন ।

৩। এবার ইন্টারনেট ব্যবহার করুন ।  গতি অবশ্যই দিগুণ হবে । যদি না হয় তবে সেটিং আবার চেক করুন । যে পরিমান ব্যবহার করবেন সে পরিমান ডাটা খরচ হবে ।
সবার সু-সাস্থ কামনা করে এখানেই বিধায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। 


Comments