Monday, November 11, 2013

স্নায়ু বিক দুর্বলতায় রাম তুলসির ব্যাবহার

বন্ধুরা আমার সুবেচ্ছা নিবেন । আশা করি সবাই সুস্থ আছেন । আর সবার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য আমাদের এই হেকিমি চিকিৎসা বেবস্থা ।
তাই আপনি এখন জেনে নিন স্নায়ুবিক দুর্বলতা থেকে মুক্ত হয়ার একটি সহজ উপায়। 


স্নায়ু বিক দুর্বলতায়ঃ দীর্ঘ রোগভোগ কিংবা বয়স বারলে শরীরের কোন কোন অঙ্গে স্নায়ুবিক দুর্বলতা দেখা দিতে পারে।
এর জন্য সকালে নিয়মিত তিন চামচ রামতুলসি পাতার টাটকা রস খেলে স্নায়ুবিক দুর্বলতা কমে যায়। 

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।