আপনার বাসার টেলিভিশানের জাপসা ছবিকে একে বারে পরিস্কার করে ফেলুন খুব সহজে, TV আর নয় ঝির ঝির ছবি ।

আসসালামো আলাইকুম
বন্ধুরা কেমন আছেন সবাই  আশাকরি সবাই ভালই আছেন ।
আমার জন্য সবাই দোয়া করবেন ইদানিং শরিরটা বেশী ভাল
যাচ্ছে না  হাই প্রেসার খুব দৃষ্টাব করতেছে। যাই হোক কাজের
কথা আশা যাক, বর্তমান যামানায় টেলিভিশান নাই এমন বাসা
খুব কমেই আছে, বিশ্বের কোথায় কি ঘঠছে  প্রতি মোহুর্তে ই
আমরা ঘড়ে বসেই টেলিভিশানের মাধ্যমে খবর পাই।
অনেক সময় দেখা যায় টেলিভিশানের সব চেনেল গুলির
ছবি পরিস্কার আসেনা , আবার অনেক সময় দেখা যায়
ছবি পরিস্কার দেখা যাচ্ছে কিন্তু সাউন্ড ক্লিয়ার শুনা যাচ্ছে না
শুধু সা সা শব্দ শুনা যায় , এই জন্য আজকে আপনাদেকে
একটি খুব ছুট একটি সার্কিট উপহার  দিব যে সারকিটি
আপনি ব্যবহার করলে আপনার টেলিভিশানের সব চেনেলের
সউন্ড এবং ছবি একেবারে পরিষ্কার এবং ঝক ঝকে হয়ে যাবে। যেমন

এরকম জাপসা ছবি গলি একেবার পরিস্কার হয়ে যাবে

আসা করি পরিবর্তনটি ছবি দেখেই বুঝতে পেরেছেন

এরকম ছবি যদি আপনার টেলি ভিশানের  হয়ে থাকে তাহলে আজই সারকিটটি তৈরী করে সুন্দর ছবি উপভোগ করুন

সার্কিটটি ব্যবহারের পরে জাপসা ছবি গুলী হয়ে উটবে সুন্দর, এবং সুন্দর ছবি গুলী হয়ে উটবে আরো সুন্দর ।
আসুন আর দেরি না করে সর্কিটটি তৈরী করে ফেলি
সার্কিটে ব্যবহার করা হয়েছে পার্স গুলির সাথে একটুক পরিচিত হয়ে নেই

আপনার আসে পশে যদি ঐ ট্রান্জেষ্টর পাওয়া যায় তা হলে এটা দিয়ে বানালে ভাল কাজ করবে,
তীর চিহ্ন অংশ টুকু ভাল করে  লক্ষ্য করুন। নিচের ছবিটি দেখুন তার পর বলছি,

এবারে দেখুন যে হেতো ট্রান্জষ্টর টি (1324 ) চারটি পা আপনি ইমিটর,বেইজ,কালেক্টর, কি ভাবে ভের করবেন
ট্রান্জেষ্টরটি এভাবে তীর চিহ্নটি বামে রেখে  পাশের পা ইমিটর , ডান পাশের পা বেইজ, তার পাশেরটি কালেক্টর,
যদি এই নাম্বার ট্রান্জষ্টর  আপনার আশে পাশে না পাউয়া যায় তাহলে আরেকটি নাম্বার দিচ্ছি নিচে দেখুন

4308 ট্রন্জিষ্ট টি তিনটি পা বাম পা বেইজ, মাঝে পা ইমিটর, ডান পা কালেক্টর, এবারে আসুন সার্কিটটি দেখে নেই=

সার্কিটটি দেখে  যদি বুঝতে সমস্য হয় তাহলে আপনাদে কে আরেকটুক সহজ করে বোঝানোর জন্য আরেক টুক সহজ করে দিলাম আসুন নিচের দেয়া সর্কিটটি দেখি যে ভাবে একটি পার্শের সাথে অন্য পার্স গুলি কানেকশান দিব ।

সার্কিটটি তৈরী করতে আপনার যে পার্স গুলি লাগবে
  1. 2.2n কেপাসিটর দুইটি
  2. 4308 ট্রান্জষ্টর দুইটি
  3. 75 রেজিষ্টর দুইটি
  4. 100 রেজিষ্টর একটি
  5. 680 রেজিষ্টর একটি
  6. 820 রেজিষ্টর একটি
মাত্র কয়েকটি পার্স দিয়ে আপনার ঘড়ের টেলিভিশানের ছবিকে আরো নিখুত এবং সুন্দর করে ফেলুন।


সরসঃ- মোঃ সেন্টু খান

Comments