Monday, April 27, 2015

এন্ড্রয়েডের জন্য দারুন এক ডাউনলোড ম্যানেজার। Advance Download Manger Pro. ১.৯৯$ ডলার এর এই apps টি নিয়েনিন একদম ফ্রীতে।

আসছালামুয়ালাইকুম ওয়া আছলাম...
আজ পরিচয় করে দিব এক এন্ড্র্যয়েড এপ্লিকেশনের সাথে। যেই এপ্লিকেশন নিয়ে বলতে যযাচ্ছি তার নাম হল Advance Download Manger Pro । আমার দেখা এন্ড্রেয়েডের জন্য সব চেয়ে ভাল ডাউনলোড ম্যানেজার।  এই এপ্স সমন্ধে আরো ভালভাবে জান্তে ঘুরে আসুন এখান থেকে
গুগল প্লে তে এই এপ্স এর দাম ১.৯৯$ ইউ এস ডলার। কিন্তু আপনি এখানে পাচ্ছেন ফ্রি । ফ্রিতে ডাউনলোড করে নিন এখান থেকে
তারপর ইনষ্টল করুন আপনার ফোনে।
তারপর কোন সাইট থেকে কোন কিছু ডাউনলোড করতে ধরলে একটা পপ আপ নোটিফিকেশনের মত আসবে যে আপনি কি দিয়ে ডাউনলোড করতে চান তখন ADM সিলেক্ট করে অলয়েজ করে দিন তাহলে ভবিষতে আর ঝামেলা করতে হবে না।

তারপর ডাউলোড এ স্ট্রাট বাটনে ক্লিক করুন, ব্যাস ডাউওনলোড শুরু হয়ে যাবে ঠিক পিসিতে আই ডি এম যেমন করে আমরা ইউজ করি ঠিক সেইভাবে।
আপনি ইচ্ছা করে পাউচ করতে পারবেন আবার রিজিউম করতে পারবেন।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ্‌ হাফেজ।

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।