Wednesday, March 30, 2016

মেঘ জেখানে, পাহাড় ছুঁয়ে জায়

মেঘ জেখানে, পাহাড় ছুঁয়ে জায়
মিলে দুটি অন্তর, চল প্রিয়া বাধি ঘর
সেই ঠিকানায়... ।
তুমি আর আমি প্রিয়া জনম জনম
মীলনের সূরে বাধা প্রেম সারগাম
গেয়েজাব ধীরে ধীরে, রাত দিন প্রান ভরে
লিখে জাব পাঁথরে...
আমাদের অমর প্রেম কাহিনী ।। (২)
মেঘ জেখানে, পাহাড় ছুঁয়ে জায়
মিলে দুটি অন্তর, চল প্রিয়া বাধি ঘর
সেই ঠিকানায়... ।

সেই তো জানে বাসতে ভালো
জার মনে নেই কোন ভয়
জত হোক ঝোড়, নেই তো ডর, মানেনা পরাজয় (২)
বাধা পেলে বাড়ে দিগুণ
ভালোবাসার এই তো গুণ
যে যতো দিকনা ব্যাথা
তুমি সাথী দাওনা কথা
গেয়েজাব ধীরে ধীরে, রাত দিন প্রান ভরে
লিখে জাব পাঁথরে...
আমাদের অমর প্রেম কাহিনী ।।
মেঘ জেখানে, পাহাড় ছুঁয়ে জায় (২)

ছিলেনা যখন তুমি আমার
মনটা ছিল সন্ন্যাসী
শুঁখ ছিল না, হাঁসি ছিল না জেন নিজে ঘরে পরবাসী (২)
তুমি এলে এই জিবনে, সাথি করে নাও মরনে
যে যতো দিকনা ব্যাথা......
তুমি সাথী দাওনা কথা
গেয়েজাব ধীরে ধীরে, রাত দিন প্রান ভরে
লিখে জাব পাঁথরে...
আমাদের অমর প্রেম কাহিনী ।।

মেঘ জেখানে, পাহাড় ছুঁয়ে জায়
মিলে দুটি অন্তর, চল প্রিয়া বাধি ঘর
সেই ঠিকানায়।
তুমি আর আমি প্রিয়া জনম জনম
মীলনের সূরে বাধা প্রেম সারগাম
গেয়েজাব ধীরে ধীরে, রাত দিন প্রান ভরে
লিখে জাব পাঁথরে...
আমাদের অমর প্রেম কাহিনী ।।

মেঘ জেখানে, পাহাড় ছুঁয়ে জায়
মিলে দুটি অন্তর, চল প্রিয়া বাধি ঘর
সেই ঠিকানায়।।

 গানটি দেখতে চান ?
তাহলে দেখুন নিচের ছবিটি তে ক্লিক করে

গানটি ডাউনলোড করতে চান??
তাহলে এখানে ক্লিক করুন

 

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।