আপনার Facebook friend দের বিরক্তিকর চ্যাটে থেকে বাঁচার উপায়

আসসালামু আলাইকুম। কেমন আছেন মডার্ন টেকনোলজির বন্ধুরা? আজ আমার এক প্রিয় বন্ধুর জন্য এই পোস্ট টি লিখেছি। এর পর ভাবলাম এটি সবার জন্য শেয়ার করি। তাই ব্লগে দিয়েদিলাম কারো উপকারে আসলে আমি খুসি হব। অনেক সময় দেখাজায় অনেক অতিরিক্ত বন্ধু থাকার কারনে hi, hello, বা বিভিন্নি ধরনের লিখা লিখে চ্যাট করে। এতজনে একসাথে করে যে তাদের আনসার দেয়া বিরক্তের কারন হয়ে দাড়ায় বিশেষ করে মেয়েদের সমস্যাটা বেশি হয়। এই সমস্যা এড়াতেই আমার আজকের পোস্ট। আগেই বলে নেই জানেননা তাদের জন্য এই পোস্ট। বেশ কিছু পদ্ধতির মদ্ধে এইটি লিখলাম

তাহলে চলুন শুরু করি।

আপনার পিসি/ল্যাপটপ থেকে Facebook লগইন করুন।
এবার নিচে বাঁপাশে চ্যাট বক্স এর সেটিং এ ক্লিক করুন। নিচের চিত্রের মত।









বা আপনার পিসি তে নিচের চিত্রের মত ও দেখাতে পারে

















বা এরকম দেখাতে পারে














যাইহোক যেরকমই দেখায় না কেন আপনি লাল চিহ্নিত সেটিং অপশনটি তে ক্লিক করুন।
এবার নিচের চিত্র গুলো লক্ষ করুন।

নিচের চ্যাট এর সেটিং এ ক্লিক করলে একটি ট্যাব ওপেন হবে সেখানে Turn off Chat এ ক্লিক করুন।


















এবার দেখুন নিচের চিত্রের মত তিনটি স্টেপ আসবে
সেখান থেকে আপনি আপনার  প্রয়োজন অনুযায়ী স্টেপ নির্বাচন করুন। দাঁড়ান দাঁড়ান এখনি নির্বাচন করিয়েন না। চিত্রের নিচ থেকে ৩টি স্টেপ সম্পর্কে একটু জেনে নিন।











  1. যদি আপনি Turn off chat for all contacts নির্বাচন করেন তাহলে সবাই আপনাকে অফলাইনে দেখবে। আপনি চাইলে যে কারো সাথে চ্যাট করতে পাড়বেন।
  2. যদি আপনি Turn off chat for all contacts except এ নির্বাচন করেন, তাহলে আপনার কাছে একটি তালিকা চাইবে আপনি  যাদের কে খুশি তাদের তাদের রেখে বাকি শকলেই আপনাকে অফলাইনে দেখবে।
  3. আর যদি আপনি Turn off chat for only some contacts এটি নির্বাচন করলে আপনার কাছে একটি তালিকা চাইবে, যাদের লিস্ট আপনি দেবেন তারা আপনার চ্যাট বক্সে অফলাইনে দেখবে
আপনার যেটা ইচ্ছে সেটা নির্বাচন করতে পারেন। যাদের অনেক friend আছে তারা ২ নং স্টেপ টি নির্বাচন করতে পারেন
আমি নিচে ২ নং নিয়ে লিখছি।

তাহলে  Turn off chat for all contacts except এ ক্লিক করুন। এবং দেখুন একটি ফাঁকা বক্স এসেছে। সেখানে জাকে চ্যাট এ রাখতে চান তার নামের প্রথম সংখ্যা গুলো লিখুন, দেখুন বন্ধুদের লিস্ট আসছে। জাকে রাখতে চান তার উপর ক্লিক করুন। নিচের চিত্রের মত।










এবার আরো একজন বন্ধুর নাম লিখুন যাদের  সাথে আপনি চ্যাট করতে চান। চিত্রটি লক্ষ করুন।


























এই ভাবে যাদের যাদের সাথে আপনি চ্যাটে কথা বলতে চান তাদের নাম লিস্ট করুন এবং সর্বশেষ ওকে তে ক্লিক করুন।

















আপনার কাজ শেষ। এবার আর আপনাকে কেউ বিরক্ত করবেনা চ্যাট করে।
কষ্ট করে পড়ার জন্য অসংক্ষ ধন্যবাদ। অভ্র দিয়ে লিখেছি তাই ফ্রন্টের সমস্যার কারনে ভুল হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিচের পোস্ট গুলো মনে চাইলে পড়তে পাড়েন।
 আল্লাহ্‌ হাফেজ।

Comments