ইন্টারনেট ব্যবহারে খরচ কমানোর উপায় ।








আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন, স্মার্ট- ফোন এ ইন্টারনেট বেশি খরচ হওয়া নতুন কিছু নয়,

অনেকেই কম এমবির প্যাক ব্যবহার করেন, এবং তারা পড়েন বিপাকে,

চলুন জেনে নিই অত্যন্ত কার্যকর কিছু টিপস যা আপনার মোবাইল ডেটা সাশ্রয় করবে।

কোনো অ্যাপ ছাড়াই,,,

ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন রিফ্রেশ বন্ধ করুন,
যখন ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালু থাকে, অ্যাপগুলো নির্দিষ্ট সময় পরপর কাজ করতেই থাকে। এমন সব অ্যাপ্লিকেশনের মধ্যে ফেসবুক, ইমেইল, আবহাওয়া ইত্যাদি অনেক বেশি ডেটা খরচ করে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করতে নিচের উপায় অনুসরণ করুন।
আইফোনে ওপেন করুনঃ Settings > General > Background App Refresh
অ্যান্ড্রয়েডের জন্য ওপেন করুনঃ Settings > Data Usage > Restrict App Background Data (আলাদা আলাদা ব্র্যান্ডের এন্ড্রয়েড ফোনে এই মেন্যুর ভিন্ন ভিন্ন লোকেশন থাকতে পারে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডেটার অপশনটি খুঁজে বের করুন)।



Comments