Translate

এই কাজগুলো অবশ্যই করুন আপনার স্মার্টফোন ভালো রাখতেআসসালামু আলাইকুম
কেমন আছেন
আশা করি ভালো
স্মার্টফোন এখন আমাদের সবসময়ের সঙ্গী। আমরা চেষ্টা করি প্রতি মুহূর্তে এটাকে যত্ন করে রাখার কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই ফোন নিয়ে অনেক তথ্যই জানিনা। যেমন এই ডিভাইসটিকে আমরা রিবুট (রিস্টার্ট) কিংবা রিফ্রেশ করি না। অথবা এগুলো করলে কি হয় তাও জানি না। এর ফলে নিজেই অজান্তেই আমরা ডিভাইসটির ক্ষতি করে চলেছি! চলুন জেনে নিই এই ব্যাপারেই।
আপনার ফোনকে সপ্তাহে অন্তত একবার হলেও রিস্টার্ট করবেন, তার একাধিক কারণ রয়েছে। এবং সবগুলো কারণগুলোই ভালো আপনার ভালোর জন্যে। যেমন: ফোনের মেমোরি ভালো রাখে, ক্রাশ প্রতিরোধ করা যায়, ফোন আরো ভালোভাবে চলে এবং ব্যাটারির আয়ু বাড়ানো যায়।

Comments

ad

Most recently updated