এবার গ্রামীণফোন থেকে গ্রামীনফোনে ব্যালেন্স ট্রান্সফার করুন খুব সহজে
















আপনাদের জন্যে আজকে তুলে ধরলাম গ্রামীনফোনের অসাধারণ একটি ফিচার! টাইটেল দেখে ত বুঝেই গেছেন, না? এই অপশন সম্পর্কে যারা জানেন তারা ১০০ হাত দূরে থাকুন। যারা জানেন না তারা কেবল মাত্র মনোযোগ সহকারে পড়ুন।

১. প্রথমে গ্রামীণফোনের ব্যালেন্স ট্রান্সফার সিস্টেমে রেজিস্ট্রেশন করুন→ মেসেজ অপশনে গিয়ে লিখুন REGI তারপর 1000 এ পাঠিয়ে দিন।

২. ফিরতি মেসেজে তারা আপনাকে ৪ সংখ্যার পিন পাঠাবে। (এটি সংগ্রহ করে রাখুন এবং কারো সাথে শেয়ার করবেন না কিন্তু!)

৩. ব্যালেন্স ট্রানফারের নিয়ম নিচে দেখুন:-
#হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR স্পেস **** (PIN) স্পেস 0171***(মোবাইল নম্বর) স্পেস 100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না।

Comments