Thursday, May 18, 2017

কম্পিউটার চলছে কিন্তু মনিটরে আলো নেই ? দেখেনিন কি করবেন ।

আসসালামু আলাইকুম
কেমন আছেন আশা করি ভাল
আজকে আপনাদের সামনে নিয়ে এলাম
কম্পিউটার চালো হয় কিন্তু মনিটর আশে না
অনেক সময় কম্পিউটারের পাওয়ার বোতাম চাপলে কম্পিউটার চালু হয় তবে মনিটরে কিছু দেখায় না।
কেন এই ধরনের সমস্যা হয় এবং কীভাবে এর সমাধান পাওয়া যাবে, তা এখানে জানানোর চেষ্টা করা হলো।

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।