যেভাবে আপনি কম্পিউটার সিস্টেমের জায়গা বাঁচান











কম্পিউটারে কাজ করতে গিয়ে কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কম্পিউটার নষ্ট হয়ে গেলে অর্থাৎ ক্রাশ করলে কম্পিউটারে সিস্টেমে ‘ডাম্প’ ফাইল তৈরি করে। যদি ডাম্প ফাইল তৈরি হওয়া বন্ধ করে দেওয়া যায়, তাহলে সিস্টেমের অযথা জায়গা নষ্ট না হয়ে অনেক জায়গা খালি থাকবে। উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজটি সহজে করা যায়।

Comments