Sunday, May 14, 2017

যেভাবে আপনি কম্পিউটার সিস্টেমের জায়গা বাঁচানকম্পিউটারে কাজ করতে গিয়ে কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কম্পিউটার নষ্ট হয়ে গেলে অর্থাৎ ক্রাশ করলে কম্পিউটারে সিস্টেমে ‘ডাম্প’ ফাইল তৈরি করে। যদি ডাম্প ফাইল তৈরি হওয়া বন্ধ করে দেওয়া যায়, তাহলে সিস্টেমের অযথা জায়গা নষ্ট না হয়ে অনেক জায়গা খালি থাকবে। উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজটি সহজে করা যায়।

0 comments :

Post a Comment

আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।

........................ম্যাসেজ......................

জিপি, বংলালিংক ফ্রি নেট এখনো চলছে । আপনি ও ট্রাই করুন আমাদের ফ্রি নেট এর পোস্ট গুলো পড়ুন।