নতুন মেমোরি কার্ড কেনার সময় এই ভুল গুলো আর কখনোই করবেন না!














আসসালামুআলাইকুম,
আজকের দিনে মেমোরি কার্ড বা এসডি কার্ড বিশেষ করে মোবাইল ডিভাইজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্টফোন, ক্যামেরা, এবং গাজেট গুলোর জন্য মেমোরি কার্ড কেনার একেবারেই সহজ কাজ তাই না? জাস্ট দোকানে গেলেন আর কিনে ফেললেন! —না, নতুন মেমোরি কার্ড কেনা মোটেও কোন সহজ কাজ না, কেনোনা এর অনেক আলাদা আলাদা মডেল রয়েছে আর সঠিক মডেল এবং টার্মের দিকে বিশেষ গুরুত্ব রাখার প্রয়োজনীয়তা রয়েছে। যদি যেমন তেমন কোন কার্ড কিনে নেন, দেখবেন বিশ্রী পারফর্মেন্স দিতে আরম্ভ করবে, বেশি খরচ পড়ে যাবে, বা এসডি কার্ড ঠিকঠাক মতো কাজই করছে না। এই আর্টিকেলে আমি জানাবো, কিভাবে মেমোরি কার্ডের স্পেসিফিকেশন বুঝবেন, এবং নতুন কার্ড কেনার সময় ভুল গুলোকে কিভাবে এড়িয়ে চলবেন!
উপযুক্ত মেমোরি কার্ড নির্বাচন



























মিউজিকের জন্য;—
 ইমেজের জন্য;—
 ভিডিও’র জন্য;—










মেমোরি কার্ড স্পীড
 





































































































ভুল মেমোরি কার্ড নির্বাচন করবেন না!























ফেক কার্ড থেকে সাবধান!














তাই আমি বলবো সস্তা ডিলে কার্ড কেনা থেকে বিরত থাকুন। দেখবেন মাত্র ৩০০ টাকা দিয়ে ৩২ জিবি কার্ড কিনেছেন, কিন্তু ৪ জিবি ডাটা লোড করার পরে ক্যাপাসিটি শেষ শো করবে। বা প্যাকেটের গায়ে বা কার্ডের ফেক স্পীড রেটিং করা থাকে। উইন্ডোজ কম্পিউটারের জন্য একটি ইউটিলিটি রয়েছে  H2testw -যার মাধ্যমে মেমোরি কার্ড ফেক কিনা, তা ডিটেক্ট করতে পারবেন।

Comments