আপানর ভোটার নিবন্ধন ফরম এর নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড বের করুন / আইডি কার্ড এর তথ্য দেখুন

আসসালামু আলাইকুম।








নিজের আইডি কার্ড  দিয়ে সিম রি-রেজিষ্ট্রেশন করুন যারা সর্বনিম্ন ২০১৫-১৬ হতে আইডি কার্ডের জন্য ফরম ফিলাপ করেছেন অথচ নিজের আইডি কার্ড পাননি, এমতাবস্থায় আপনি চাইলেে আপনার নিজের আইডি কার্ড এর একটি পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারেন। আ্ইডি কার্ড  না পাওয়া পর্যন্ত এটি দিয়ে আপনি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
যেভাবে করবেন
  • প্রথনে এই সাইটে যান ->> Your NID  অথবা এই লিঙ্ক এ যান ->   https://services.nidw.gov.bd/voter_center
  • এবার নিচের মত পেজ আসবে সেখানে  নিচে এন.আই.ডি অথবা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ভোটার তথ্য ও ভোট কেন্দ্রের তথ্য দেখুন ]  এবং ডাউনলোড দিয়ে প্রিন্ট করে আপনার কাজে ব্যাবহার করুন।
[ (বিঃ দ্রঃ যাদের জন্ম তারিখ "০১-০১-১৯৯৮" -এর পরে, তারা রশিদে প্রাপ্ত ফরম নম্বর দিয়ে এখান থেকে তথ্য দেখতে পারবেন না। তারা তথ্য জানতে হেল্পলাইন নাম্বার (১৬১০৩) -এ কল করুন।) 

চিত্রঃ 

Comments