যেভাবে rar, zip করার ফাইলকে Extract করে ব্যবহার করবেন

আমরা বিভিন্ন সময় ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে থেকে বা কারো কাছ থেকে সফটওয়্যার নিয়ে আসলে তখন দেখি ফাইলটি rar বা zip করা থাকে। তখন দেখবেন ফোল্ডার এর নামের শেষে .rar বা .zip লিখা থাকে তাই ফাইল টি ওপেন করা যায় না। ঠিক তখনি আমাদের আনিজিপ বা রেয়ার করার প্রয়োজন পরে আর তাকেই বলা হয় ফাইল Extract করা।  তাহলে আজকে এখান থেকে Extract করার সফটওয়্যার টি ডাউনলোড করবো এবং শিখে নেবো কিভাবে Extract করতে হয়।
( আমরা জারা কম্পিউটার ইন্টারনেট এর জগতে পুরাতন তারা শকলেই জানি , তাই জারা নতুন আজকের পোস্ট তাদের জন্য।)

তো চলুন শুরু করি।
প্রথনে নিচের ডাউনলোড লিংক থেকে যেকোনো ১ টি সফটওয়্যার ডাউনলোড করুন।
             অথবা
           অথবা
 উপরের দেয়া ৩ টি লিংক থেকে যেকোনো একটি হতে ডাউনলোড করে ইনস্টল দিন।
ইনস্টল দেয়ার পর আপনার যে ফাইলটি, ফোল্ডার বা সফটওয়্যার টি  rar বা zip করা আছে সেটির কাছে আসুন। দেখবেন আপনার সফটওয়্যার, ফাইল বা ফোল্ডার টি নিচের চিত্রের নেয় ৩ টি বি বাধার মত দেখাচ্ছে।








তার মানে আপনি এখন থেকে যেকোনো মুহূর্তে আপনার zip বা rar করা ফাইল, ফোল্ডার কে আপনি চাইলে Extract করতে পারবেন আবার আপনি চাইলে যেকোনো সফটওয়্যার, ফাইল, ফল্ডার ইত্যাদি কে আপনি rar করে রাখতে পারবেন।

কিভাবে Extract করবেন ? আপনি যে ফাইল, ফোল্ডার, বা সফটওয়্যার টি Extract করতে চান তার কাছে আসুন এবং মাউস কারসাপটি তার উপর রেখে নিচের চিত্রের মত ফলো করুন।


















তার পর















তার পর















তার পর নিচের মত আপনার আগের ফাইলের পাশেই নতুন একটি ফাইল দেখতে পাবেন এবং ব্যবহার করতে পারবেন।


Comments