হাদীসঃ হযরত ইবনে আব্বাস (সাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ
করেন-যে ব্যাক্তি প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কূরসী পড়বে, আল্লাহ তাআলা
তাকে শাকেরীন বা কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর দ্বারা ভূষিত করবেন, সত্যবাদীদের
ন্যায় আমল করার তওফীক দিবেন, নবীদের ন্যায় সওয়াব দিবেন, তার উপর রহমত
অবতীর্ণ করবেন। আর বেহেশ্ত প্রবেশে তার জন্য একমাত্র বাধা হল মৃত্যু। অর্থাৎ
মৃত্যুর পরই সে বেহেশ্তে প্রবেশ করবে।
হাদীসঃ সালসাল থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ করেন- যে কেউ
প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে, তার এবং বেহেশ্তের মাঝে
শুধু মৃত্যুই পর্দা থাকে। অর্থাৎ মৃত্যুর পরই সে বেহেশ্তে প্রবেশ করবে।
(তাফসীরে দুর্বে মানসুর)
Comments
Post a Comment
আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।