হাদীসঃ হযরত ইবনে মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ
করেন-যে ব্যাক্তি রমজান শরীফের শেষের দিকে ইন্তেকাল করবে, সে বেহেশ্তী হবে
এবং যে ব্যাক্তি যিলহজ্জ মাসের নয় তারিখে দিনের শেষ ভাগে মারা যাবে সে বেহেশ্তী
হবে এবং যে ব্যাক্তি সদকা দিয়ে মারা যাবে সে বেহেশ্তী হবে।
হাদীসঃ হযরত হোযায়ফা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ
করেন- যে ব্যাক্তি মৃত্যুর সময় খাঁটি নিয়তে লা ইলা-হা-ইল্লাল্লাহ বলবে, সে বেহেশ্তে
যাবে। আর যে ব্যাক্তি খাঁটি নিয়তে সদকা দিয়ে মারা যাবে সে বেহেশ্তী হবে
হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম এরশাদ করেন,
যে ব্যাক্তি জুমার রাতে বা জুমার দিনে মারা যাবে, তাকে আল্লাহ তাআলা কবরের
আযাব থেকে রেহাই দিবেন। আর কেয়ামতের দিন যখন সে হাশরের ময়দানে উপস্থিত
হবে তখন তার শরীরে শহীদগণের মোহর অঙ্কিত থাকবে।
হাদীসঃ হযরত আবু জাফর (রাঃ) থেকে বর্ণিত- জুমার রাত্র উজ্জ্বল রাত্র এবং
জুমার দিন উজ্জ্বল দিন, যে ব্যাক্তি জুমার রাত্রে মারা যাবে সে আযাব থেকে রেহাই
পাবে, আর যে ব্যাক্তি জুমার দিন মারা যাবে সে দোযখ থেকে রেহাই পাবে।
(নূরুসসুদূর, পৃঃ ১০৭)
Comments
Post a Comment
আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।