জিএসএম নোটস থেকে যেভাবে খুব সহজে আপনার প্রয়োজনীয় ফ্লাশ ফাইল (Flash File/Firmware) সহজে খুঁজে বের করবেন

জিএসএম নোটস থেকে যেভাবে খুব সহজে আপনার প্রয়োজনীয় ফ্লাশ ফাইল (Flash File/Firmware) সহজে খুঁজে বের করবেন। আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন সময় মোবাইল ফ্লাশ করার জন্য ফ্লাশ ফাইল ( Flash File ) ডাউনলোড করে থাকি। ফ্লাশ ফাইল ডাউনলোড করার পর ফ্লাশ করার পর দেখা যায় মোবাইল বিভিন্ন ধরনের সমস্যা করে। এর কারন হচ্ছে সঠিক ভার্শন এর ফাইল না দেয়ার কারনে। যে সকল ওয়েব সাইট থেকে ফাইল নামানো হয় তারা সঠিক ভাবে ইনফরমেশন দেয় না। যার কারনে যারা ফাইল ডাউনলোড করে তারা বুঝতে পারেনা। শুধু শিরনাম দেখেই ফাইল ডাউনলোড করে ফেলে। ফলে মোবাইল সঠিক কাজ হয় না। তাই আজ আপনাদের যে ওয়েব সাইটের কথা বলছি তার ফাইল গুলো নিখুদ ভাবে পরীক্ষিত। ফাইল ও মোবাইল এর সম্পূর্ণ ইনফরমেশন দেয়া আছে। তাই যেকোনো ফ্লাশ ফাইল ডাউনলোড করার আগে মোবাইল এর ছবি এবং সম্পুর্ন ইনফরমেশন মিলিয়ে দেখে ফ্লাশ ফাইল ডাউনলোড করতে পারবেন । ফলে ফ্লাশ ফাইল টি কাজ করবে নিখুদ ভাবে।

জিএসএম নোটস ওয়েব সাইটে ঢুকতে এখানে ক্লিক করুন

GSM Notes ওয়েব সাইট থেকে কিবাভে সহজে আপনার কাংখিতো মোবাইল এর ফ্লাশ ফাইলটি কীভাবে সহজে খুঁজে পাবেন তা নিচের ভিডিওটিতে দেখানো হয়েছে। আশা করি ভিডিওটি দেখলে খুব সহজে ফ্লাশ ফাইল খুঁজে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন।




Comments