এখন যে ভাবে জিপি ফ্রী ইন্টারনেট চালাবেন

আসসালামু আলাইকুম। বন্দুরা কেমন আছেন সবাই ? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এটাই আমার কাম্য। কিছুদিন পূর্বে যখন গ্রামীণফোনের ফ্রী ইন্টারনেট বন্ধ হয়ে যায় তখন আমরা আমাদের ব্লগে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করার অনেক সিস্টেম লিখেছি। কিন্তু সেগুলো ছিল কিছুটা সমস্যা জনিত/ ঝামেলার।

 তাই আজ আমি আপনাদের জন্য সহজ এবং ফুল স্পীডে জিপি ইন্টারনেট ব্যাবহার করার সুবিধা নিয়ে হাজির হয়েছি।


ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে আপনাদের যা যা দরকারঃ
১। ISPCE (STABLE VERSION) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

২। কনফিগ ফাইল। ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৩। REDIALER ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
(রিডায়লার টি উইন্ডোজ ৯৮ / মি কম্পাবিলিটি তে রান করতে হবে । )

৪। মজিলা ফায়ারফক্স ভার্শন 3 (ফেসবুক ইউজারের জন্য) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

উপরে দেয়া সফটওয়্যারগুলো এখন আমরা কাজে লাগাব। প্রথমে ISPCE সফটওয়্যারটি ইন্সটল করে আপনার মডেম/ মোবাইল জিপি এমেমেস ধারা কানেক্ট করুন।


এখন নিম্নে দেয়া তথ্য গুলো একে একে অনুসরণ করুন।


পিসি সুইট সেটআপ:

১ নোকিয়া পিসি সুইট ওপেন করুন connect to the internet এ ক্লিক করুন ।




২ এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে ক্লিক করুন ।


৩ এখন Configure the Connection Manually অপশনে এ ক্লিক করে next ক্লিক করুন ।


৪ এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।


এরপর কানেক্ট দিন।

জিপি মোডেম সেটিং:

১ গ্রামীণমোড মডেম সফটটি ওপেন করুন । এরপর টুলস>অপশন এ যান ।



২ টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান ।
    

 ৩ এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন।
  
Profile Name: GPMMS

APN Type: Static

APN: gpmms

আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

৪ এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেক্ট দিন ।


এবার রিডায়লার টি খুলুন ।

এখন যেই ispce সফটওয়্যার ইন্সটল করেছিলেন তা রান করুন । file>load config দিয়ে ডাউনলডকৃত কনফিগ ফাইল টি দিন । এবার আমি যেভাবে বলব একদম ওইভাবে করবেন


এখানে আমি যেভাবে সেটাপ  করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন
  
এখানে রাইট ক্লিক করে add/delete header সিলেক্ট করে header name এ দিন host:ahad, replacement text:10.128.1.2 এবং টাইপ দিন out

আবার রাইট ক্লিক করে add/delete header সিলেক্ট করে header name এ দিন SERVER:Sugata, replacement text:localhost এবং টাইপ দিন in

এখানে আমি যেভাবে সেটাপ  করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন
এখানে কিছু করার লাগবে না


 

এখানে server:10.128.1.2 ও port:8080 দিয়ে Add দিন  ৪৫

যেই ডিভাইস ব্যবহার করছেন ইন্টারনেট এর জন্য তা সিলেক্ট করে স্টার্ট এ ক্লিক করুন



এবার কাজ প্রায় শেষ

স্টার্ট মেনু তে সার্চ দিন: internet options এবং তা ওপেন করুন
( windows xp তে internet options খুজেপেতে Start মেনু থেকে Control Panel এ প্রবেস করুন। এখানে দেখুন internet options নামে একটা আইকন আছে। যদি না থাকে ঐ পেজের বাঁপাশে উপরে Classical view তে ক্লিক করুন, internet options টি পেয়েজাবেন।)




connections সিলেক্ট করুন 


Settings সিলেক্ট করুন


এখানে আমি যেভাবে সেটাপ  করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন । ব্যাস এবার আপনি গুগল ক্রম এ ফ্রী নেট চালাতে পারবেন , ফায়ারফক্স এ কিছু সেটিং করতে হবে

Tools-Options-Advanced-Network-Manual proxy configuration  থেকে HTTP proxy দিন - 127.0.0.1     এবং port দিন 8080  .  ok  ক্লিক করুন ।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এ নিচের ছবির মত সেট করুন
আপনি এভাবে সব সাইট দেখতে পারবেন তবে ফেসবুক ও গুগল এর জন্য ফায়ারফক্স ভার্সন ৩ ব্যবহার করুন এবং ফেসবুক এর জন্য http://m.facebook.com লিঙ্ক ব্যবহার করুন । আপনি গুগল ক্রম দিয়েও গুগল এ যেতে পারেন , এর জন্য আপনার আদ্দ্রেস বার এ নিচের কোন একটি আইপি দিয়ে এন্টার চাপুন

173.194.113.17
173.194.33.32
173.194.33.33
173.194.33.34
173.194.33.35
173.194.33.36
173.194.33.37
173.194.33.38
173.194.33.39
173.194.33.40
173.194.33.41
173.194.33.42
আপনার কাজ আপাদত শেষ। আপনি এখন ফ্রীতে ইন্টারনেট ব্রাউজিং কতে পারবেন। এবং স্পীড ও খুব ভাল পাবেন।


(এই পদ্ধতি টি এখন আবার ব্যাবহার করা জাচ্ছে না বলে আমরা দুঃখিত। এটি 03-11-2013 তারিখ হতে বন্ধ। তাই ফ্রী ইন্টারনেট চালানুর জন্য আমাদের নতুন পোস্ট গুলো দেখুন। নতুন পোস্ট গুলো দেখতে এই ব্লগের উপরের বাঁপাশে ফ্রী ইন্টারনেট নামে একটি বিসয় রয়েছে সেটিতে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন। কিংবা এখানে ক্লিক করুন।)

(তবে এই পদ্ধতিতে https:// সাইট গুলো তে ঢুকা জায়না। https:// সাইট গুলো ব্রাউজ করতে কিছু কৌশল অবলম্বন করতে হবে তাহলেই আপনি যেকোনো সাইট ব্রাওজ করতে পারবেন। আপনি যেকোনো সাইট ব্রাউজ করতে চাইলে প্রথমে আমাদের উপরে উল্লেক্ষিত সফটওয়্যার ও সেটিং ব্যাবহার করে মানে ফ্রী ইন্টারনেট চালুকরে এখানে ক্লিক করুন এবং যে সাইট গুলো ঢকতে পারছেন না সেগুলি ও ব্রাউজ করুন)
 আজ এ পর্যন্তই। আল্লাহ্‌ হাফেজ।            

Comments