কবরের আযাব সত্য?














আহলে মুন্নত অয়াল জামাআতের আকিদা অনুযায়ী কবর আযাব সত্য। মোমেনগণ কবরে আরামে থাকবেন এবং কেয়ামত পর্যন্ত সে আরাম বহাল থাকবে। তেমনি কাফের অ বদকারগণ কবরে আযাবের সম্মুখিন হবে। আটা হাদিস সরিফ দ্বারা প্রমানিত ।
 আম্মাজান হজরত আয়েশার (রাঃ) কাছে এক ইহুদী মহিলা আসল এবং কবর আযাব সম্পর্কে আলোচনা করে হজরত আয়েশা (রাঃ) জন্য এভাবে দোয়া করলো-" আল্লাহ পাক তোমাকে কবর আযাব থেকে রক্ষা করুন।" নবীজি (সাঃ) বললেন-'' হাঁ, কবর আযাব সত্য।  আম্মাজান হজরত আয়েশার (রাঃ) বলেন, অতঃপর নবী করীম (সাঃ) যখনই নামায আদায় করতেন তখনি কবর আযাব থেকে আল্লাহ পাকের নিকট পানা চাইতেন।
হযরত ও ওসমান (রাঃ) যখন কোন কবরের কাছে দাঁড়াতেন তখন আত বেশী কাঁদতেন যে, তাঁর দাড়ি ভিজা যেত। তাঁকে জিজ্ঞেস করা হল, আপনি এত কাদেন কেন? হযরত ওসমান (রাঃ) উত্তর দিলেন, নবী করীম (সাঃ) এরশাদ করেছেন, নিশ্চয় কবর আখেরাতের মনজিলসমূহের প্রথম মনজিলে। যদি এ মনজিল হতে নাজাত পাওয়া যায় তবে পরবর্তী মনজিলসমূহ সহজেই পাড়ি দেওয়া যাবে।
 সুত্রঃ মৃত্যুর আগে ও হাশরের পরে
 বাকি অংশ গুলো পড়ুন এখানে ক্লিক করে

Comments