হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ
করেন, মালাকুল মউত যখন আল্লাহর মাকবুল বান্দার নিকট আসেন তখন প্রথমে
তাকে সালাম করেন এবং বলেনঃ
অর্থঃ হে আল্লাহর বন্ধু! তোমাকে সালাম। উঠ সে ঘর হতে যে ঘর তুমি বরবাদ
করেছ এবং সে ঘরে চল যে ঘর তুমি আবাদ করেছ।
সূত্রঃ (মৃত্যুর আগে ও হাসরের পরে, পৃঃ ৫১)
বাকি পর্ব গুলো পড়ুন
করেন, মালাকুল মউত যখন আল্লাহর মাকবুল বান্দার নিকট আসেন তখন প্রথমে
তাকে সালাম করেন এবং বলেনঃ
অর্থঃ হে আল্লাহর বন্ধু! তোমাকে সালাম। উঠ সে ঘর হতে যে ঘর তুমি বরবাদ
করেছ এবং সে ঘরে চল যে ঘর তুমি আবাদ করেছ।
সূত্রঃ (মৃত্যুর আগে ও হাসরের পরে, পৃঃ ৫১)
বাকি পর্ব গুলো পড়ুন
- মৃত্যু সৃষ্টির রহস্য
- আত্মা কবজের পদ্ধতি
- মালাকুল মউতের মৃত্যু
- নির্ধারিত স্থানে আত্মা কবয করা হবে
মৃত্যুর পূর্বে যমিন ও কবরের ঘোষণা
মুমূর্ষু ব্যক্তির অঙ্গ- প্রত্যঙ্গের বাধাদান
আযরাইল (আঃ) -এর সাথে আত্মার কথোপকথন
মুমূষু ব্যাক্তির সাথে ফেরেশতাদের কথাবার্তা
কেরামান কাতেবীনের পরিচয়
মৃত্যুর কঠোরতা
যে কাজ মৃত্যুর পর তারাতারি বেহেশতে পোছায়
জীবিত থাকার চেয়ে মৃত্যু উত্তম
মৃত্যুর সময় শয়তানের প্রলোভন
ইমাম আবু জাফর কুরতুবীর মৃত্যু এবং শয়তানের উপস্থিতি
মৃত্যুর সময় শয়তানের প্রতারণায় পড়ার করণ
মুমূর্ষু ব্যক্তিকে ধর্মোপদেশ
মুমেন ও কাফেরের আত্মা কবজের ব্যবধান
Comments
Post a Comment
আপনার ভালো কমেন্টের জন্য লেখক কে আরো সুন্দর পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগাবে।