মোমেনের আত্মা সংহারকারী ফেরেশতার সালাম

হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ
করেন, মালাকুল মউত যখন আল্লাহর মাকবুল বান্দার নিকট আসেন তখন প্রথমে
তাকে সালাম করেন এবং বলেনঃ
অর্থঃ হে আল্লাহর বন্ধু! তোমাকে সালাম। উঠ সে ঘর হতে যে ঘর তুমি বরবাদ
করেছ এবং সে ঘরে চল যে ঘর তুমি আবাদ করেছ। 













 সূত্রঃ (মৃত্যুর আগে ও হাসরের পরে, পৃঃ ৫১)

বাকি পর্ব গুলো পড়ুন 

Comments